সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৭ ১৩:২৭

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস। ছবি: রয়টার্স

অভিবাসী নিষেধাজ্ঞার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

গতকাল সোমবার স্যালি ইয়েটস জানান, তিনি ও বিচার বিভাগ ১২০ দিন পর্যন্ত সব শরণার্থী ও ৯০ দিন পর্যন্ত মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা সমর্থন করবেন না। তিনি সব সময় ন্যায়বিচারের পক্ষে।

রয়টার্সের খবরে বলা হয়, হোয়াইট হাউস বলছে, ইয়েটস বিচার বিভাগের সঙ্গে প্রতারণা করেছেন। যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করতে জারি করা নির্দেশকে তিনি প্রত্যাখ্যান করেছেন। তাঁর আচরণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট।

হোয়াইট হাউস বলেছে, ইয়েটস ওবামার প্রশাসনের নিয়োগপ্রাপ্ত। তিনি সীমান্ত ও অবৈধ অভিবাসীদের ব্যাপারে দুর্বল।

হোয়াইট হাউস জানিয়েছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি ডানা বোয়েন্ট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এর আগে ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বোয়েন্ট বলেন, তিনি অভিবাসন নিষেধাজ্ঞা আরও জোরদার করবেন।

আপনার মন্তব্য

আলোচিত