সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৫৫

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় সমর্থন দিলো আরব আমিরাত

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তাতে সমর্থন দিয়েছে আরেক মুসলিম দেশ আরব আমিরাত (ইউএই)

এই নিষেধাজ্ঞা নির্দিষ্টভাবে কোনো ধর্মকে লক্ষ্য করে জারি করা হয়নি বলে দাবি করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নেয়া হয়েছে বলাটা হবে ভুল।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নাহিয়ান এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম সিদ্ধান্ত নিয়েছে। এই সাময়িক নিষেধাজ্ঞা বিশ্ব মুসলমানের বিপুল সংখ্যাগরিষ্ঠের ওপর প্রয়োগ করা হয়নি।

গত শুক্রবার ট্রাম্প ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের বিরুদ্ধে বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেন। কিন্তু ৯০ দিনের জন্য জারি করা এ নিষেধাজ্ঞার আওতায় অন্য দেশগুলোও পড়তে পারে।

আপনার মন্তব্য

আলোচিত