সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০১৭ ২২:১১

শ্রীজাতের কবিতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগ, মামলা

পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতের ফেসবুকে পোস্ট করা একটি কবিতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা করেছেন এক ব্যক্তি।

গত ১৯ মার্চ ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। সেই কবিতা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শিলিগুড়ির এক ব্যক্তি। অর্ণব সরকার নামে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার এক ব্যক্তি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করেছেন।

সেই অভিযোগপত্রে অর্ণব লিখেছেন, ‘অশালীন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী একটি পোস্ট ফেসবুকে দেখতে পাই। শ্রীজাত কুরুচিপূর্ণ শব্দচয়নের মাধ্যমে প্রত্যেক হিন্দুর ভাবাবেগে আঘাত হেনেছেন।’

এই ব্যক্তি শ্রীজাতকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। কবিতাটির শেষ দুটি লাইন নিয়েই তাঁর মূল আপত্তি বলে জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে শ্রীজাত জানান, তিনি নিজের বিশ্বাস ও প্রতিবাদের জায়গা থেকে এই কবিতাটি পোস্ট করেছিলেন। সে নিয়ে তাঁর যে কোনও অনুশোচনা নেই, সেই কথাও তিনি জানান। এই অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক ও হাস্যকর বলেও তিনি মন্তব্য করেন। তবে সকলেরই গণতান্ত্রিক ভাবে মত প্রকাশের অধিকার আছে বলেও তিনি মনে করেন।

শ্রীজাত বলেন, সহজে বাক স্বাধীনতা খর্ব করা যাবে না।

বিজিবি'র কট্টরপন্থি নেতা যোগী আদিত্যনাথ ভারতের উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে এই কবিতাটি লিখেন শ্রীজাত।

আপনার মন্তব্য

আলোচিত