সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ জুন, ২০১৭ ১৩:৪২

লন্ডন হামলা : ‘এটা আল্লাহর জন্য’ বলেই কোপাতে থাকে সন্ত্রাসীরা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৬ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন তিন হামলাকারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

স্থানীয় সময় শনিবার (৩ জুন) মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তাঁরা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’

হামলাকারীদের একজনের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।

ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁরা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী।

বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত