সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ জুন, ২০১৭ ১২:১৩

লন্ডন হামলার দায় স্বীকার আইএস'র

শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। রোববার রাতে আইএস তাদের সংবাদ সংস্থা 'আমাক' এর মাধ্যমে বিবৃতি দিয়ে এ দায় স্বীকার করে। খবর দ্যা গার্ডিয়ান ও বিবিসির।

তবে আইএস হামলার দায় স্বীকার করলেও হামলাকারীরা সরাসরি আইএস সদস্য নয়। আইএসের  বিবৃতে বলা হয়, 'আইএস সমর্থিত বিচ্ছিন্ন তিন সৈনিক সফলতার সঙ্গে এ হামলা চালিয়েছে। এটা ধারাবাহিক বার্তার একটি।'

শনিবার লন্ডন ব্রিজে গাড়ি হামলা ও পার্শবর্তী বরো মার্কেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এ হামলা চালানো হয়। হামলায় ৭ জন নিহত ও অর্ধশত আহত হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।

তবে হামলার পর এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১২জনকে গ্রেফতার করা হয়েছে । পূর্ব লন্ডনের বাকিং ও পার্শবর্তী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, হামলাকারীদের প্রকৃত পরিচয় পুলিশ উদ্ধার করেছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা হবে না।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার গার্ডিয়ানকে জানিয়েছে, সন্দেহভাজনদের বিষয়ে দ্রুত তদন্ত করা হচ্ছে। তারা কোনো বড় গোষ্ঠির সঙ্গে সংযুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার রাতে একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে লন্ডন ব্রিজে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারিদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী বরো মার্কেটে পথচারিদের উপর ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে। এ মামলায় এখনো পর্যন্ত ৭জন নিহত ও অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা এর তীব্র নিন্দা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত