সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জুন, ২০১৭ ১০:০২

মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে নিরাপদে উদ্ধার

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের কারস্টেনজ পিরামিড অভিযান শেষে ফেরার পথে ভারতের দুই অভিযাত্রীসহ বেইজ ক্যাম্পে আটকা পড়াদের উদ্ধার করা হয়েছে।

গত দুই দিনে দুই দফা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত আবহাওয়া কিছুটা ভালো হলে বাংলাদেশ সময় সোমবার (১৯ জুন) ভোর ৫টা ২৩ মিনিটে হেলিকপ্টার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় মাউন্ট কারস্টেনজের ওই বেইজ ক্যাম্পে পৌঁছায়।

এর আগে সোমবার সকাল সোয়া ৬টার দিকে মুসা ইব্রাহিম তার ফেসবুক আইডিতে তারা নিরাপদে ইন্দোনেশিয়ার টিমিকা এয়ার পোর্টে পৌঁছেন জানিয়ে লিখেছেন, ‘এই মাত্র টিমিকা এয়ারপোর্টে পৌঁছলাম, আল্লাহ রহমতে আমরা নিরাপদে আছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখা হবে।’

তার সঙ্গে এই অভিযানে ছিলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

সব কিছু ঠিক থাকলে ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন মুসা ইব্রাহীম।

আপনার মন্তব্য

আলোচিত