সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৭ ২৩:৪৩

লন্ডনে ‘এসিড হামলার’ আহত দুই বাংলাদেশি

পূর্ব লন্ডনে ‘এসিড হামলার’ শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

গত ১৩ জুলাই উত্তর ও পূর্ব লন্ডনে এসিড হামলায় আহত হওয়ার পর নতুন করে এই হামলার ঘটনা ঘটলো বলে ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে ডেইলি মিররের এক প্রতিবেদনে আহত দুই তরুণের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম শাখাওয়াত হোসেন। বয়স ২৪ বছর। আহত অপর তরুণের পরিচয় জানা যায়নি।

লন্ডনের পুলিশ জানায়, পূর্ব লন্ডনের বেনথানগ্রিন এলাকায় দুই তরুণের ওপর এসিড হামলা হয়েছে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার ঠিক আগে পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে আক্রান্ত দুই তরুণ এক দোকানির কাছে সাহায্য চাইছিলেন। সে সময় তারা চিৎকার করে বলছিলেন, 'আমাদের ওপর এসিড ছোড়া হয়েছে।'

ডেইলি মেইলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুই তরুণকে আক্রান্ত স্থানে হোস পাইপ দিয়ে পানি ঢালছে।

আক্রান্ত দুই তরুণকে পরে চিকিৎসার জন্য এসেক্সের চেলম্সফোর্ডের ব্রুমফিল্ড হাসপাতালের বিশেষায়িত বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছে ডেইলি মিরর।

আপনার মন্তব্য

আলোচিত