সিলেটটুডে ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৭

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বাণিজ্যিক এলাকা তায়ারান স্কয়ারে এ হামলা চালানো হয়।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, তায়ারান এলাকায় দুই ব্যক্তি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার সময় ঘটনাস্থলে অনেক লোকজন ছিল। তারা সবাই কাজ খুঁজতে সেখানে জড়ো হয়েছিল।  

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর তায়ারান এলাকায় নিরাপত্তা রক্ষীবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

২০১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নেয়। এর পর থেকেই দেশটিতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছিল তারা।

আপনার মন্তব্য

আলোচিত