সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ মার্চ, ২০১৮ ১৩:৪৪

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৬

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘাঁটি পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩৬ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

পর্যবেক্ষক একটি সংস্থার তথ্যের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আব্দেল রহমান জানান, পূর্ব গৌতায় রোববার আসাদ বাহিনীর রকেট হামলায় ৩৬ বেসামরিক লোক নিহত হয়। নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে।

তিনি আরও জানান, হামলায় গৌতার প্রধান নগরী দৌমা ও এর পূর্বাঞ্চলীয় শহরতলীতে ২৬ জন নিহত হয়।

সংস্থাটি জানায়, গত ১৫ দিন ধরে গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা, গোলা বর্ষণ ও রকেট হামলায় ৬৯০ জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

রোববার সিরিয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, তার বাহিনী বিদ্রোহীদের কবল থেকে পূর্ব গৌতাকে অবশ্যই পুনরুদ্ধার করবে।

আন্তর্জাতিক বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় রক্তপাত বন্ধের আহ্বানের মাঝেই তার কাছ থেকে এমন ঘোষণা আসে।

আপনার মন্তব্য

আলোচিত