সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ মার্চ, ২০১৮ ১৪:২৭

ত্রিপুরায় লেনিনের পর কলকাতায় শ্যামাপ্রসাদের ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার ৭

ত্রিপুরা, তামিলনাড়ুর পর ভাস্কর্য ভাঙার অসহিষ্ণু আঘাত পড়ল পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কয়েক’শ মিটারের মধ্যে প্রকাশ্যে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাস্কর্য।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার (৭ মার্চ) সকালে কেওড়াতলা শ্মশান সংলগ্ন সিআর দাস পার্কে এই ঘটনা ঘটে।

সাত তরুণ-তরুণী হঠাৎই পার্কে প্রবেশ করে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন শ্যামাপ্রসাদের আবক্ষ প্রস্তরভাস্কর্যে। এতে মুখের বেশ খানিকটা অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। ভাস্কর্যে কালিও মাখিয়ে দেন তারা।

সাতজনকেই গ্রেপ্তার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। তারা নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা নাগাদ স্লোগান দিতে দিতে পার্কের গেট টপকে ভেতরে প্রবেশ করেন ছয় তরুণ এবং এক তরুণী। হাতে ছিল পোস্টার। পার্কের ভেতরে শ্যামাপ্রসাদের আবক্ষ ভাস্কর্যের সামনে এসে আচমকাই ছেনি-হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন। বেশ খানিকটা ভাঙাভাঙির পর ভাস্কর্যে কালি লেপে দেন তারা।

হাতুড়ির ঘায়ে ভাস্কর্যটির ডান কান, চোখ ও গালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রিপুরায় লেনিনের ভাস্কর্য ভাঙার প্রতিক্রিয়া দেখাতেই শ্যামাপ্রসাদের ভাস্কর্য ভাঙা হয়েছে বলে মনে করছে পুলিশ।

ঘটনাস্থলে যে পোস্টার মিলেছে তার নীচে সংগঠনের নাম লেখা ছিল ‘র‌্যাডিক্যাল’।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে। এ ধরনের তাণ্ডব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

আপনার মন্তব্য

আলোচিত