সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৮ ১২:১৬

কোরবানিতে পুলিশের বাধা, ভারতে বহু আহত

ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ঝাড়খন্ডের একটি গ্রামে কোরবানিতে পুলিশের বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু লোক আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে এনডিটিভি জানিয়েছে, বুধবার ঈদের দিনে পুলিশ কোরবানিতে বাধা দিয়ে কোরবানির জন্য নির্দিষ্ট পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে, গ্রামবাসী এতে বাধা দিলে পুলিশ প্রথমে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি করে।

উত্তেজনা প্রশমণে ঘটনার পর থেকে ওই এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

আহত গ্রামবাসীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছে কয়েকটি সূত্র। এদের মধ্যে অন্তত সাত জন গুলিতে আহত হয়েছেন।

সংঘর্ষে ওই এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।

ঈদের দিন স্থানীয় মসজিদের মাইকে দেওয়া ঘোষণা অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টার দিকে পাকুর জেলার দানগা পাড়া গ্রামের কয়েকশত মানুষ কোরবানির পশু জবাইয়ের জন্য জড়ো হয়। স্থানীয়রা প্রকাশ্যে গরু জবাই করার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়েছিল।

ঝাড়খন্ডে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি আছে এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই ঈদে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

আপনার মন্তব্য

আলোচিত