ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৩

মিয়ানমার উপকূলে রহস্যময় জাহাজ

মিয়ানমার উপকূলে একটি রহস্যময় ভুতুড়ে জাহাজ ভেসে এসেছে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছে গত সপ্তাহে প্রথম জেলেদের চোখে পড়ে জাহাজটি। পরে তারা পুলিশকে বিষয়টি জানায় বলে এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার মিয়ানমারের নৌ বাহিনী জাহাজটিতে অনুসন্ধান চালিয়ে জাহাজটিতে কোনো নাবিক বা পণ্য খুঁজে পায়নি।

ইয়াঙ্গুন পুলিশ জানায়, ৫৮০ ফুট দৈর্ঘ্যের বিশাল এই জাহাজের নাম ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’। ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটি যে অনেক পুরনো তা এর গায়ে মরিচা পড়া দেখে বোঝা যায়।

কীভাবে জাহাজটি ইয়াঙ্গুন উপকূলে ভেসে এলে, এর পিছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইন্ডিপেনডেন্ট ফেডারেশন অব মিয়ানমার সিফারার্সের জেনারেল সেক্রেটারি আং কিউ লিন বলেন, জাহাজটি এখনও ব্যবহার উপযোগী। সম্প্রতি এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর পিছনে কোনো কারণ থাকতে পারে।

মেরিন ট্র্যাফিক ওয়েবসাইটের তথ্যমতে, ২০১১ সালে জাহাজটি নির্মিত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত