আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৮ ১৩:১১

রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

রাশিয়ায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ভের এলাকার ভের-জেভ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

ভির অঞ্চলের গর্ভনর ইগর রুদেনা এক বিবৃতিতে এ তথ্য জানান বলে ক্রাইম রাশিয়া নামক গণমাধ্যম এ তথ্য জানায়।

বিবৃতিতে তিনি বলেন, একটি ফোর্ড মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুর্ঘটনা সম্পর্কে বার্তা সংস্থাটি একটি ভিডিও চিত্র প্রকাশ করে যাতে দেখা যায়, একটি মিনি বাস লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা একটি বড় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত