ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ আগস্ট, ২০১৫ ০৩:৩১

চীনে বিস্ফোরকের চালান থেকে বিস্ফোরণ : নিহত ৭, আহত তিন শতাধিক

বিস্ফোরকের একটি চালান খালাস করতে গিয়ে চীনের বাণিজ্যিক নগরী তিয়ানজিনে এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাত জন নিহত এবং আহত হয়েছে তিন শতাধিক লোক।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

বিস্ফোরণের ঘটনায় তিন শতাধিক লোক আহত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট আগুনের শিখা আকাশ আলোকিত হয়ে গেছে। এ সময় কাছাকাছি অবস্থিত অনেক ভবনের ক্ষতি হয়েছে।

সিনহুয়া জানায়, বিস্ফোরণের ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে, দুই জন দমকল কর্মী নিখোঁজ রয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বিস্ফোরক স্থানের পার্শ্ববর্তী বেশ কিছু ভবন বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

আপনার মন্তব্য

আলোচিত