সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০১৫ ১৭:৫২

আইএস ‘উপপ্রধান’ আল-হায়ালি নিহত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) উপপ্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি নিহত হওয়ার দাবি করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউজের বরাতে বিবিসি বলছে, আইএসের উপপ্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি ইরাকের উত্তরাঞ্চলে নিহত হন।

হাজি মুতাজ নামেও হায়ালি পরিচিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে আইএসের দ্বিতীয় শীর্ষনেতা বলে বর্ণনা করেছেন।

কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার মসুলে তার গাড়িকে লক্ষ করে হামলা চালানো হলে তিনি নিহত হন। তার মৃত্যু আইএসের অভিযানকে ক্ষতিগ্রস্ত করবে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় উল্লেখযোগ্যসংখ্যক আইএস নেতা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নেড প্রাইস বলেন, ইরাক ও সিরিয়ায় বড় ধরনের অস্ত্রের চালান, বিস্ফোরক, যানবাহন এবং লোকজনের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে প্রাথমিক সমন্বয়কের দায়িত্ব পালন করতেন হায়ালি।

প্রাইস বলেন, দুইবছর ধরে সংগঠনটির বিভিন্ন অভিযানের মূল পরিকল্পনাকারী হায়ালি।২০১৪ সালের জুনে ইরাকের মসুল আক্রমণের মূলেও ছিলেন তিনি। তাকে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ‘জ্যেষ্ঠ সহকারী’ মনে করা হয়।

এ বছরের মার্চে বাগদাদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

ইরাকের কুর্দি বাহিনীকে সহায়তার লক্ষ্যে একবছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত