সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:২২

পামেলাদের নিয়ে ট্রাম্পের সাক্ষাৎ চেয়েছিলেন ফন্ডা

হলিউড তারকা জেন ফন্ডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চেয়েছিলেন।

মঙ্গলবার ন্যাশনাল প্রেস ক্লাবে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফন্ডা। এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, ‘ট্রাম্প ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর পরই আমি সুন্দরী, রূপসী ও মেধাবী কয়েকজন এক্টিভিস্টকে নিয়ে তার সাথে দেখা করার পরিকল্পনা করি। এদের মধ্যে পামেলা এন্ডারসনও ছিলেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে তার করণীয় নিয়ে কথা বলতেই তার সাথে দেখা করার কথা ভাবি।’

কিন্তু এ পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে কথা বলার পর তিনি তাদের ইভাঙ্কা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেন। ইভাঙ্কা সব শুনে কেবল হাসলেন। এরপর এ বিষয়ে কোন সাড়া তারা পাননি।

নারীবাদী ও পরিবেশকর্মী ফন্ডা (৮২) বলেন, আমি ভেবেছি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে বলবো পৃথিবীকে রক্ষা করতে পারলে আপনি হবেন পুরো বিশ্বের হিরো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর একজন মানব।

তিনি বলেন, আমার পরিকল্পনার কথা কুশনারকে জানানোর পর সে আমাদের ইভাঙ্কার কাছে পাঠালো। ওই পরিবারের একমাত্র পরিবেশবাদী ইভাঙ্কা পরিকল্পনার কথা শুনে হাসলো। কিন্তু পরবর্তী সময়ে কোন সাড়া দেননি।

সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গকে নিয়ে ট্রাম্পের হাস্য কৌতুক সম্পর্কে প্রশ্ন করা হলে ফন্ডা বলেন, এ জন্যে ট্রাম্পের করুণা পাওনা। কারণ গ্রেটার মতো মেয়ের সাথে যে ব্যক্তি এমন করতে পারে সে আসলে ফাঁপা। তার সমবেদনা ও সহমর্মিতার ঘাটতি রয়েছে। লোকটির প্রতি আমার সহমর্মিতা আছে। কিন্তু আমি শঙ্কিত, কারণ তার ভেতর কোন পরিবর্তন দেখছি না।

আপনার মন্তব্য

আলোচিত