নিউজ ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৪১

বিন লাদেন ফার্ম বরখাস্ত, নির্বাহীদের নজরদারিতে রাখার নির্দেশ সৌদি বাদশার

ছবি: চ্যানেল আই অনলাইন।

মক্কায় মসজিদ-আল-হারামে ক্রেন দুর্ঘটনায় বিন লাদেন গ্রুপকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। এছাড়াও ফার্মটির নির্বাহীদের সৌদি আরব ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।

দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটি শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার জন্য বিন লাদেন ফার্ম ‘আংশিকভাবে’ দায়ী বলে উল্লেখ করে।

তদন্তের রিপোর্ট থেকে সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কোম্পানিটি নিরাপত্তা বিষয়ক নিয়মাবলী ঠিকভাবে পালন করেনি। ফার্মের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত এর নির্বাহীদের দেশ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া আইনী কার্যক্রম যতদিন চলবে ততদিন কোম্পানিটি নতুন কোনো প্রকল্পেও হাত দিতে পারবে না।

ক্ষমতাশালী বিন লাদেন ফার্মের অধীনে কাজ করেন হাজারো দেশি-বিদেশি কর্মচারী। কোম্পানিটিকে বরখাস্ত করায় চাকরি হারানোর ভয়ে আছেন ভারতসহ বিভিন্ন দেশের ওই কর্মচারীরা।

এর আগে মসজিদ সম্প্রসারণ কাজের দায়িত্বে থাকা বিন লাদেন ফার্মের এক প্রকৌশলী দুর্ঘটনাটিকে ‘দৈব ঘটনা’ বলে অভিহিত করেন এবং প্রকল্পে কোনো ধরণের নিরাপত্তা বা যান্ত্রিক ত্রুটি ছিলো না বলেও দাবি করেন।

সম্প্রসারণ কাজে নিয়োজিত বিন লাদেন গ্রুপের মালিকানাধীন ক্রেনের অংশ ভেঙ্গে পড়ে মসজিদে ১০৭ হাজি নিহত হন। আহত হন ৪শ’রও বেশি মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত