আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২০ ১৩:১৩

ইরানের হামলায় ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত ৩৪ মার্কিন সেনা

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলার ঘটনায় ৩৪ মার্কিন সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরির (টিবিআই) কারণে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি তেমন গুরুতর বিষয় নয়। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

পেন্টাগনের এক মুখপাত্র জানান, সেনাদের মধ্যে ৮ জন যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তারা জার্মানিতে এক মার্কিন সেনা হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ১৭ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুনেছি তারা মাথা ব্যথায় ভুগছে ও আরও কিছু বিষয়। তারা তাদের প্রতিবেদন জানাতে পারে। এটা গুরুতর বিষয় নয়।

তিনি আরও বলেন, আমি আরও যেসব আহতের ধরন দেখেছি। সে তুলনায় এটি তেমন কিছু নয়।

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি হত্যার জবাব দিতে ৮ জানুয়ারির ওই মিসাইল হামলায় কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়া ইতোপূর্বে সেনাদের ট্রমাটিক ব্রেন ইনজুরির কথাও প্রকাশ করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত