সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫৬

জনসম্মুখে সিগারেট ধরিয়ে বিতর্কে প্রিন্স হ্যারি

জনসম্মুখে সিগারেট খেয়ে বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। ৩১তম জন্মদিন পালন শেষে বন্ধুদের সঙ্গে ধূমপান করার সময় ক্যামেরায় ধরা পড়েন তিনি। হ্যারির বাবা প্রিন্স চার্লস ধ‍ূমপানকে চরম ঘৃণা করলেও ছেলেকে এই খারাপ অভ্যাস তিনি ত্যাগ করাতে পারেননি বলে জানায় ডেইলি মেইল।

স্বাস্থ্য সচেতন প্রিন্স চার্লস ধ‍ূমপানকে এতোই ঘৃণা করেন যে স্ত্রী সিগারেট খাওয়ায় তার সঙ্গে সম্পর্ক ছেদের হুমকি দিয়েছিলেন।

মূল বাড়ির ভেতরেতো অবশ্যই, বাইরের এলাকাকেও ধূমপানমুক্ত হিসেবে গড়ে তুলেছেন প্রিন্স চার্লস। কিন্তু তারই ছেলে মুখে সিগারেট ধরিয়ে ধরা পড়লেন জনসম্মুখে।

দীর্ঘদিন ধরেই অবশ্য সিগারেট ছাড়ার চেষ্টা করছিলেন হ্যারি। মাঝে ছেড়েও দিয়েছিলেন।

সেনাবাহিনীতে যোগ দেওয়ারপর তিনি মনে করেছিলেন, এই অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে পারবেন। কিন্তু ২০০৭ সালে আফগানিস্তান মিশনের সময় ফের ধূমপানে আসক্ত হন হ্যারি। এখন প্রতিদিন তার ২০টির বেশি সিগারেট লাগে।

গত সপ্তাহে লন্ডনের চেলসিতে জন্মদিন পালন করার সময় বন্ধুদের সাথে হ্যারিকে সিগারেট খেতে দেখা যায়। ওই ঘটনার কিছুক্ষণ আগেই রাগবি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৮২ হাজার দর্শকের সামনে টোবাকো বিরোধী বক্তব্য দেন প্রিন্স হ্যারি।

আপনার মন্তব্য

আলোচিত