সিলেটটুডে ওয়েব ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৫ ০১:১০

বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৫৩তম

পরমাণু অস্ত্র ছাড়া সামরিক বিভিন্ন দিক বিবেচনায় বিশ্বের ১২৬ টি সামরিক শক্তিধর রাষ্ট্রের র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট। এতে দেখা গেছে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের অবস্থান ৫৩তম। ওয়েবসাইটটির দাবি  মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে আছে রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ফ্রান্স, সপ্তম দক্ষিন কোরিয়া, অষ্টম জার্মানি, নবম জাপান, দশম তুরষ্ক।  

দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান আছে ১৭তম অবস্থানে, মায়ানমারের অবস্থান ৪৪তম।

আপনার মন্তব্য

আলোচিত