সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৭

মৃ ত্যু দ ণ্ড প্রা প্ত যু দ্ধা প রা ধী উকিল উদ্দিনের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃ ত্যু দ ণ্ড প্রা প্ত শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৭৭) মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, উকিল উদ্দিনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। চলতি বছরের ৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় তার মৃ ত্যু দ ণ্ডে র রায় হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ২১ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে উকিল উদ্দিনসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার দিন আরও দুই আসামির সঙ্গে উকিল উদ্দিনকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল।

দণ্ডিতদের বিরুদ্ধে আনা, হ ত্যা, ধ র্ষ ণে র মত সাতটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত