সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৬ ২১:৩৭

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সিটি কর্পোরেশনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

সাঈদ খোকন বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের পাশাপাশি তাদের জন্য দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে কল্যাণ তহবিলও গঠন করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের স্বজনরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক হাজার বর্গফুট আয়তনের বাসায় হোল্ডিং ট্যাক্স মওকুফ রয়েছে। এটি বাড়িয়ে ১ হাজার ৫শ’ বর্গফুটের বাসায় হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবি জানিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

আপনার মন্তব্য

আলোচিত