সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৭ ২০:৩৬

যুদ্ধাপরাধে জড়িত ১৯৫ পাকিস্তানী সেনাকে ফেরত চাওয়া হবে : আইনমন্ত্রী

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সাথে জড়িত পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে দেশে এনে বিচারের জন্য ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে মুন্সী ফাইজ আহমদের সভাপতিত্বে ও মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারের সমাপনী অধিবেশনে একথা বলেন মন্ত্রী।

এসময় আইনমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বলা হয়, ১৯৫ সামরিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এ জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়।

আনিসুল হক আরো বলেন, ‘আমরা জানি ১৯৫ জনের অনেকেই বেঁচে নেই। কিন্তু যাঁরা জীবিত আছেন তাঁদের ফেরত চাই। এ জন্য আমরা চেষ্টা করব।’

তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধী অপরাধীদের বিচার করার পর তাঁরা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছেন।

আপনার মন্তব্য

আলোচিত