০৫ মে, ২০১৫ ০১:৩৭
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আল বদর উপ-প্রধান ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি তৃতীয় দিনের মতো আজও (মঙ্গলবার) হবে।
সোমবার (৪ মে) সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
এ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
যুদ্ধাপরাধী এই জামায়াত নেতার আপিল শুনানি শুরু হয় ২৯ এপ্রিল। দ্বিতীয় দিনের মতো চলে ৪ মে।
বুদ্ধিজীবী হত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচটি অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। পরে এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরেরই ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন তিনি।
আপনার মন্তব্য