সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ০২:২৬

জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশে শাবান মাস শুরু হয়েছে। সেই হিসাবে আগামী আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হবে।

চাঁদের হিসেব অনুযায়ী এবং চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চ। পবিত্র রমজানকে সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।