সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৮ ১৩:১৫

বৈশাখের পোশাক

ঋতুরাজ বসন্তের পরেই প্রকৃতির চক্রাবর্তের নিয়মানুসারে আসে কাঠফাটা রোদ আর কালবৈশাখী ঝড়ের ঋতু গ্রীষ্ম। গ্রীষ্মের প্রথম দিনটি ঘটা করে বাংলা নববর্ষের শুরুর দিন হিসেবে পালিত হয়।

নববর্ষে সকল জরাজীর্ণতা পঙ্কিলতাকে দূরে সরিয়ে নব উল্লাসে মেতে উঠে সকল বাঙালি, আবাল-বৃদ্ধ-বণিতা। ২০১৬ সাল থেকে নববর্ষ উদযাপনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাচ্ছেন।

শীতল পাটি, সাঁওতালদের দেয়ালচিত্র, মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন নকশা রয়েছে এবারের বৈশাখী পোশাকগুলো জুড়ে। লাল, মেরুন, অফ হোয়াইট রং প্রাধান্য পায় বৈশাখী পোশাকে। এছাড়াও মেজেন্টা, কমলা, গোল্ডেন হলুদ, নীল, গেরুয়াসহ আরও বেশ কিছু রংয়ের পোশাকে অনেকেই নিজেদের সাজিয়ে তুলেন।

এই উদ্যমে দেশের পোশাক নির্মাতা প্রতিষ্ঠানগুলো বৈশাখী আয়োজন নিয়ে হাজির হয় প্রতিবছর। মেয়েদের কামিজ, ফতুয়া, শাড়ী, ছেলেদের টি-শাট, শার্ট, পাঞ্জাবিসহ বাচ্চাদের পোশাক এবারো থাকছে বৈশাখী আয়োজনে।

আপনার মন্তব্য

আলোচিত