সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩১

মুখের কালো দাগ দূর করবে বেসনের প্যাক

মুখের কালো দাগ দূর করতে বেসনের প্যাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  মুসুর ডাল, ছোলার ডাল গুঁড়ো করে বেসন তৈরি করা হয় । এসব ডালে বিভিন্ন খনিজ পদার্থ, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিনসহ আরও অনেক উপাদান এসকল ডালে পাওয়া যায়। বাজারে বেসন কিনতে পাওয়া গেলেও আপনি চাইলে ঘরেই বেসন তৈরি করে নিতে পারেন। কেননা বাজারের বেসন অনেক সময় ভেজালযুক্ত হয়ে থাকে। তাই যেহেতু ত্বকের সুস্থতার বিষয়ে নির্ভেজাল বেসনটুকুই আপনার লাগবে।

জেনে নিন বেসনের ফেস প্যাক তৈরির কিছু নিয়ম।

ফেস প্যাক ১: মুখের কালো দাগ পড়লে এই প্যাকটি ব্যবহার করলে এর থেকে রেহাই পাওয়া যাবে।
উপকরণ: ৪ চা চামচ পরিমাণ বেসন (ছোলা, মুসুর ডালের গুঁড়ো), ১ চা চামচ পরিমাণ লেবুর রস (ঐচ্ছিক), ১ চা চামচ পরিমাণ টক দই।
পদ্ধতি: মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সম্পূর্ণ চেহারায় লাগিয়ে নিন।  সম্পূর্ণ শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

ফেস প্যাক ২: ত্বকের দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন।
উপকরণ: কাঁচা দুধ ১ টেবিল চামচ পরিমাণ, লেবুর রস ১ চা চামচ, বেসন ৪ চা চামচ।
পদ্ধতি:আগের বর্ণিত নিয়মেই ব্যবহার করবেন।

ফেস প্যাক ৩: যাদের স্কিন কিছুটা তৈলাক্ত, তাঁদের এই প্যাকটি ব্যবহার করলে ভালো হবে।
উপকরণ: ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য পরিমাণ মধু, সামান্য লেবুর রস এবং বেসন।
পদ্ধতি: আগের বর্ণিত নিয়মেই ব্যবহার করবেন।

ফেস প্যাক ৪: ত্বকের কালো দাগ দূর করতে এই প্যাকটি বেশ কার্যকরী।
উপকরণ: ১ চা চামচ দুধ, ২ চা চামচ বেসন, ২ চা চামচ চন্দন গুঁড়ো।
পদ্ধতি: প্রথমে একটি বাটিতে দুধ, বেসন, চন্দন গুঁড়ো নিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এখন এই পেস্টটি মুখে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করুন এবং পরে ধুয়ে ফেলুন।

আপনার মন্তব্য

আলোচিত