সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২০ ২১:৩১

বালিশের যত্ন নেয়ার উপায়

বালিশ ও কুশনে ধুলো-ময়লা জমে বেশি। অপরিষ্কার বালিশ রোগ জীবাণুর বাসা। প্রতিদিনই ব্যাকটেরিয়া জমা হয় বালিশে। তাই বালিশের যত্ন নেওয়া এবং বালিশ পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজনীয়।


বালিশের যত্ন

  • বালিশ পরিষ্কার রাখতে চেইন দেওয়া বালিশের কভার ব্যবহার করুন। এতে ময়লা কম হবে।

 

  • বালিশের কভার এক সপ্তাহ অন্তর বদলে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারের জন্য সুতির মোটা কভার ব্যবহার করুন।

 

  • সপ্তাহে একবার বালিশগুলো ভ্যাকুয়াম করুন। এতে সহজে ময়লা পরিষ্কার হবে।

 

  • তুলার তৈরি বালিশ সপ্তাহে একদিন রোদে দিন। এতে বালিশ নরম থাকবে।

 

  • তিন-চার বছর পর পর তুলা বা বালিশ বদলে ফেলুন।

 

  • শিশুর বালিশের কভার ধোওয়ার পর পানির মধ্যে কয়েক ফোঁটা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে নিংড়ে নিন।

 

  • বালিশ বেশি পুরনো হয়ে গেলে ভেতরের তুলা শক্ত হয়ে যায়। বালিশ দু’পাশ থেকে ধরে ভাঁজ করে ছেড়ে দিন। যদি বালিশ আবার আগের আকৃতিতে ফিরে যায়, তাহলে বুঝবেন বালিশ ঠিক আছে। না হলে বুঝবেন নতুন বালিশ কেনার সময় হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত