অনলাইন ডেস্ক

১২ মে, ২০২০ ১২:২৮

করোনার ঝুঁকি এড়াতে এটিএম বুথে মানুন কিছু স্বাস্থ্যবিধি

দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মোট সংখ্যার বিচারে ইতিমধ্যে বাংলাদেশে সাড়ে ১৫ ছাড়িয়ে গেছে করোনা রোগীর সংখ্যা। তাই করোনা রোধে ও এই ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

তবে দেশে বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই ছাড়ের তালিকায় রয়েছে এটিএমও।

ইতিমধ্যে দেশের ব্যাংক গ্রাহকদের এটিএম ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে কর্তৃপক্ষ। যেমন

বিজ্ঞাপন

  • অন্য কেউ এটিএম বুথে থাকাকালীন এটিএমে প্রবেশ করবেন না। এটা একটা সাধারণ বিষয়। সঙ্গে এটিএমে যাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করুন। এটি গুরুত্বপূর্ণ।
  • এটিএমের বুথে বিভিন্ন জায়গায় স্পর্শ করা এড়িয়ে চলুন। এটিএম-এর লাইনে দাঁড়িয়ে হঠাৎ যদি হাঁচি পায় তবে আপনার বাহু বা টিস্যু দিয়ে মুখ ঢাকুন।
  • এটিএম বুথে ব্যবহৃত টিস্যু বা মুখোশ ফেলবেন না। সচেতন নাগরিকের মতো আচরণ করুন।
  •  এটিএম লাইনে দাঁড়িয়ে আপনার মুখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন। লাইনের লোকদের থেকে এক মিটার দূরত্ব রাখুন। এটিএমে কোনও কিছু ছুঁলে স্যানিটাইজার দিয়ে তাৎক্ষণিক হাত পরিষ্কার করুন।

আপনার মন্তব্য

আলোচিত