সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২০ ২৩:৩৩

মরিশাসের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’ নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে মরিশাস সরকারের উপ-প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যৌথভাবে এই সড়কের উদ্বোধন করেন।

মরিশাসে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বলেন, ‘বঙ্গবন্ধুর নামে পোর্ট লুইসে এই রাস্তার নামকরণ মরিশাস এবং বাংলাদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের নিদর্শন তৈরি করেছে।’

তিনি মরিশাসের স্থানীয় ভাষায় বলেন, ‘লামে দা লামে’ (হাতে হাত রেখে) সম্পর্কের নতুন দিগন্তে এগিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

মরিশাসের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হসনু বলেন, ‘রাস্তার নামকরণের মাধ্যমে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে মরিশাস সরকার ও জনগণ গর্বিত।’ এ প্রসঙ্গে তিনি মরিশাসের ধারাবাহিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের দৃষ্টান্তমূলক অবদানের কথাও স্মরণ করেন।

বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে মরিশাস সরকার অংশগ্রহণ করায় দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণের জন্য মরিশাস সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এই রাস্তার মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন দিগন্তের সূচনা হলো।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের’ বাস্তবায়ন এবং এর উদ্বোধনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মরিশাস এবং বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেলো।’

মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ সূচনা বক্তব্যে বলেন, ‘মরিশাস সরকার বাঙালি জাতির মুক্তির নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছে, তা দুই দেশের বন্ধনকে চিরস্থায়ী করবে।’

পোর্ট লুইসে সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোর্ট লুইস সিটি কাউন্সিলের লর্ড মেয়র মাহফুজ মুসা কাদের সাইব, স্থানীয় সংসদ সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রতিনিধি, সিভিল সোসাইটি, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ প্রান্তে সরাসরি যুক্ত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, পররাষ্ট্র সচিব (জ্যেষ্ঠ সচিব), বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান নির্বাহী, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটরসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মুজিববর্ষের লোগো সংবলিত রঙিন বেলুন অবমুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত