সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২১ ০৯:৩৬

ঢাকায় ভ্যাকসিন নিলেন ৩০ বিদেশি কূটনীতিক

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশের আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের টিকা গ্রহণ করেছেন ৩০ জন বিদেশি কূটনীতিক।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকায় নিযুক্ত জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, ভারত, তুরস্ক, ভ্যাটিকান সিটি, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন বিদেশি টিকা ভ্যাকসিন নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় কর্মরত প্রায় ১২০০ কূটনীতিককে সরকারি উদ্যোগে পর্যায়ক্রমে এই ভ্যাকসিন দেওয়া হবে।

এদিন তাদের সঙ্গে ভ্যাকসিন নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও। ভ্যাকসিন গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের দেশে যতগুলো বিদেশি মিশন আছে, তাদের সব কূটনীতিকদের জন্য আমরা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির আয়োজন করেছি। বাংলাদেশে যত কূটনীতিক আছেন, তারা সবাই ভ্যাকসিন নেবেন।’

তিনি আরও বলেন, ‘কূটনীতিকদের বাইরেও বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোতে যারা কর্মরত আছেন, তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। কূটনীতিকদের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তারাও গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে ভ্যাকসিন নেবেন।’

ভ্যাকসিন গ্রহণ শেষে ডিপ্লোম্যাটিক কোরের প্রধান এবং ঢাকায় নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্যবিশপ জর্জ কোরচারি বলেন, ‘করোনা সংক্রমণ মোকাবিলায় কূটনীতিকদের জন্য ভ্যাকসিন কর্মসূচি আয়োজের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। কোভিড বিশ্বব্যাপী ব্যাপক আক্রমণ চালাচ্ছে। তাই এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। কূটনীতিক ছাড়াও এই দেশের মানুষের জন্য সরকার ভ্যাকসিন কর্মসূচি চালু করেছে, লোকজন ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। করোনা মোকাবিলায় এটি চমৎকার একটি উদ্যোগ। সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে তেরিংক বলেন, ‘এই ভ্যাকসিন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে।’

আপনার মন্তব্য

আলোচিত