সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২১ ০০:৫২

২৯ পৌরসভার ২৬টিতেই আওয়ামী লীগের জয়

পঞ্চম দফায় নির্বাচন

পঞ্চম দফার পৌর নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদেরই জয় হয়েছে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ২৯ পৌরসভার মধ্যে একটিতে জয় পেয়েছে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বাকি সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগ।

প্রথম দফায় গত ২৮ ডিসেম্বর, দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি, তৃতীয় দফায় ৩০ জানুয়ারি ও চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারি একই চিত্র দেখা যায়। বিএনপির প্রার্থীরা খুব কমসংখ্যক পৌরসভায় জিতেছেন। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে তখনও ছিলেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের সিংহভাগই আসলে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনেরই নেতা।

রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোট হয়েছে ইভিএমে।

চার তিন দফার মতো এবারও সিংহভাগ পৌরসভায় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। কোথাও কোথাও আবার অভিযোগ এসেছে কারচুপির, সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

রোববার নির্বাচনি সহিংসতায় নীলফামারির সৈয়দপুর পৌরসভার একজন নিহত হয়েছেন।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এই পৌরসভাতে দ্বিতীয় ধাপে নির্বাচনের কথা থাকলেও তা স্থগিত ছিল এবং রোববার ভোটগ্রহণ হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর, জামালপুর, ঝিনাইদহের মহেশপুর, রাজশাহীর চারঘাট ও জয়পুরহাটে ভোট বর্জনের ঘটনা ঘটেছে।

রাজশাহীর চারঘাট ও ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের বাইরে হয়েছে ককটেল বিস্ফোরণ। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে। নীলফামারীতে নির্বাচনি সহিংসতায় একজন নিহত হয়েছেন।

ঢাকা

গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের এসএম রবীন হোসেন জিতেছেন ১৩ হাজার ৭৮৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫ ভোট।

কিশোরগঞ্জের ভৈরবে জিতেছেন আওয়ামী লীগের ইফতেখার হোসেন বেনু। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন পেয়েছেন ৯ হাজার ৬৮৯ ভোট।

মানিকগঞ্জের সিংগাইরে জিতেছেন আওয়ামী লীগের আবু নাঈম বাশার। পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খোরশেদ আলম ভূইয়া পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।

মাদারীপুরে আওয়ামী লীগের প্রার্থী খালিদ হোসেন ইয়াদ জিতেছেন। পেয়েছেন ২২ হাজার ৫৯ ভোট, নিকটতম বিএনপির জাহান্দার আলী জাহান পেয়েছেন ৫ হাজার ২৫৬ ভোট।

শিবচরে নির্বাচন হওয়ার কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে আগেই মেয়র নির্বাচিত হয়েছেন আওলাদ হোসেন খান।

চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের শাহজাহান শিকদার জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেলাল উদ্দিন শাহ পেয়েছেন ২৮৯ ভোট।

বারইয়ারহাটেও জয় পেয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম খোকন। পেয়েছেন ৪ হাজার ৮৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিদারুল আলম মিয়াজী পেয়েছেন ১৩১ ভোট।

মিরসরাইয়ে বিএনপির প্রার্থী নূর মোহাম্মদ ভোট বর্জন করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গেছেন আওয়ামী লীগের গিয়াস উদ্দিন।

অন্যদিকে রাউজানেও কোনো প্রতিপক্ষ না থাকায় আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হয়েছেন আওয়ামী লীগের জমির উদ্দিন পারভেজ।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জিতেছেন আওয়ামী লীগের নারী প্রার্থী নায়ার কবির। তিনি পেয়েছেন ২৮ হাজার ৫৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী মাহমুদুল হক ভূইয়া পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় আওয়ামী লীগের গিয়াস উদ্দিন ভাট জয় পেয়েছেন। তিনি পেয়েছেন আট হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এবিএম জিলানী পেয়েছেন এক হাজার ৪৪৩ ভোট।

চাঁদপুরের মতলবে জিতেছেন আওয়ামী লীগের আওলাদ হোসেন। পেয়েছেন ২০ হাজার ৬৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক বাদল পেয়েছেন ৯৭৯ ভোট।

শাহরাস্তিতে আওয়ামী লগের আব্দুল লতিফ ১২ হাজার ৮৬৪ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা কামাল পেয়েছেন ৩ হাজার ৯৭৯ ভোট।

সিলেট

হবিগঞ্জ পৌরসভায় জিতেছেন আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম। তিনি পেয়েছেন ১৩ হাজার ৩২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।

রাজশাহী

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের একরামুল হক ১৪ হাজার ৯৮১ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকিরুল ইসলাম বিকুল পেয়েছেন ২ হাজার ৮১২ ভোট।

দুর্গাপুরে আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন জিতেছেন। তিনি ৮ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জার্জিস হোসেন সোহেল পান ৬ হাজার ৪০১ ভোট।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জয় পেয়েছেন আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ঝালু। পেয়েছেন ৪ হাজার ৫১২ ভোট। নিকটতম স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী রেজাউল করিম বাবু পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট।

জয়পুরহাটে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৪ হাজার ৪৯০ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যক্ষ শামছুল হক পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট।

বগুড়ায় জয় পেয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম বাদশা। তিনি পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট।

রংপুর

রংপুরের হারাগাছে জয় পেয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী এরশাদুল হক। পেয়েছেন ১৭ হাজার ২৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাকিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ১৬৩ ভোট।

খুলনা

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের রফিকুল ইসলাম আবারও জিতেছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৮৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস পেয়েছেন ২ হাজার ৩১৩ ভোট।

ঝিনাইদহের কালীগঞ্জে জয় পেয়েছেন আওয়ামী লীগের আশরাফুল আলম আশরাফ। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহাবুবার রহমান ৩ হাজার ৭৪ ভোট পেয়েছেন।

মহেশপুরে জিতেছেন আওয়ামী লীগের আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট।

ময়মনসিংহ

জামালপুর পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের ছানোয়ার হোসেন ছানু। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট।

ইসলামপুরে তৃতীয়বারের মতো মেয়র হয়েছেন আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করিম ঢালী পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট।

মাদারগঞ্জে আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির জিতেছেন ১১ হাজার ৯৬৬ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর গফুর পেয়েছেন ১ হাজার ৪০৫ ভোট।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার জিতেছেন আওয়ামী লীগের রফিক উদ্দিন ভুঁইয়া। পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ এফ এম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭৪৯ ভোট।

বরিশাল

ভোলা পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান মনি জিতেছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুন-অর-র‌শিদ ট্রুমেন পে‌য়ে‌ছেন ২ হাজার ৩৪ ভোট।

চরফ্যাশন পৌরসভায় জয় পেয়েছেন আওয়ামী লীগের মো. মোরশেদ। তিনি পেয়েছেন ১৪ হাজার ৯১৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৬ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত