সিলেটটুডে ডেস্ক:

১৯ এপ্রিল, ২০২১ ২০:৩৩

মামুনুলের রিসোর্টকাণ্ড: নারায়ণগঞ্জে জাপা নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককের নারী কেলেঙ্কারির জেরে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর করার ঘটনায় মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিনের দায়ের করা মামলায় সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আব্দুর রউফ চেয়ারম্যানকে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে। নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহিমা খাতুন আগামীকাল (মঙ্গলবার) রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত