সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০২১ ১৭:১৮

স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩০ টাকা বাড়িয়ে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। ভরিপ্রতি বাড়ানো হয়েছে ২ হাজার ৩৩০ টাকা, যা কার্যকর করা হয়েছে সোমবার দুপুর থেকেই।

দাম বাড়ানোর পর দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৪০ টাকা। গত ১০ মার্চ থেকে দেশে একই মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৬৯ হাজার ১১০ টাকা।

দাম বাড়ানোর কারণ সম্পর্কে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ এবং আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার অমদানি করতে পারছেন না। এতে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুর একটা থেকেই বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রোপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত