০৩ আগস্ট, ২০২১ ১৭:০৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল চলতি বছরের একদিনে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলছে, নতুন ২৬৪ রোগীর মধ্যে মাত্র ১৬ জন ঢাকার বাইরের এবং বাকিরা সকলেই ঢাকার।
এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১১৮ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৪৬ জনের মধ্যে চলতি মাসের তিন দিনেই সারা দেশে মোট ৭৮৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।
আপনার মন্তব্য