সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০২২ ১৭:৩০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঈদ যাত্রা শুরুর প্রথম দিনেই ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাচঁপুর থেকে কর্নোগোপ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বুধবার দুপুর থেকে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সদস্যরা যানজট নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কে এম মেহেদী হাসান।

যানবাহনের চালকরা জানান, ভূলতা থেকে ঢাকামুখী কর্নোগোপ এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একই চিত্র দেখা গেছে কাচঁপুরেও। এতে কয়েক’শো যান সড়কে ধীরগতিতে চলাচল করছে। যানজটে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। এ ছাড়া সড়কে আটকা পড়েছে গরু সরবরাহকারী ট্রাকগুলোও।

কিশোরগঞ্জগামী বাসযাত্রী লোকমান মিয়া দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছেন ভুলতা এলাকায়। তিনি বলেন, ‘সায়েদাবাদ থেকে কাচঁপুর পর্যন্ত রাস্তা ফাঁকা কিন্ত এরপর থেকেই শুরু হয়েছে যানজট। ১০ মিনিটের রাস্তায় পার হতে সময় লাগছে দেড় ঘণ্টার মতো। এ দিকে গরমে অবস্থা তো চরমে। ’

তারাব এলাকায় ঢাকামুখী বাসযাত্রী রহমান ঢালী বলেন, ‘কর্নোগোপ এলাকা থেকে এখানে আসতে এক ঘণ্টা লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে এটুকু রাস্তা ৭ মিনিটেই পার হওয়া যায়। সড়কে গাড়ির অনেক চাপ৷’

পুলিশ পরিদর্শক কেএম মেহেদী হাসান বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। রাজধানীর দিকেও গাড়ির চাপ বেড়েছে। ফলে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

‘ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে দুই লেনের রাস্তা কিন্ত গাড়ি অনেক। ওই এলাকাতে শিল্প কারখানাও অনেক। ফলে মানুষ রাস্তা পারাপার হতে গিয়ে গাড়ি আরও আটকে যাচ্ছে৷ এ ছাড়া সড়কে গরু পরিবহনকারী গাড়ির সংখ্যাও বেড়েছে।’

মেহেদী হাসান আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত সড়কটি যানজট মুক্ত করতে। আমাদের মোবাইল টিমও কাজ করছে।’

আপনার মন্তব্য

আলোচিত