সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৬ ১১:২৬

সৌদির সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি আরবের সাথে একযোগ কাজ করবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

বৈঠকের বরাত দিয়ে আরব নিউজ জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন। এছাড়া জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি মিশনের উপপ্রধান নজরুল ইসলাম, জেদ্দাহর কনস্যাল জেনারেল শহিদুল করিম উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও মাশাদে কনস্যুলেট ভবনে হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ভিয়েনা কনভেনশনের ‘পুরোপুরি লঙ্ঘন’। আন্তর্জাতিক আইন ও নিজস্ব বিচারব্যবস্থা অনুযায়ী কূটনৈতিক ও কনস্যুলার মিশনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশেরই দায়িত্ব।

বৈঠকে সৌদি বাদশাহ সালমানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামী মার্চ ও মে মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করতে পারেন।

জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, অনেক বছর ধরেই ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান। বাদশাহ সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে পারলে আনন্দিত বোধ করবেন।

বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হবে। তার আগেই এসব বিষয় সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে কাজ করতে রাজি হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ওই সফরে দুই দেশ যাতে বিদেশি পরামর্শ কার্যালয়ের (এফওসি) বিষয়ে একটি প্রস্তাবে স্বাক্ষর করতে পারে, সে বিষয়ে ঐকমত্য হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী । বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি মিশনের উপ-প্রধান নজরুল ইসলাম, জেদ্দার কনস্যাল জেনারেল শহিদুল করিম ও পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আসিফ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশসহ ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা (এসপিএ) জানায়, সৌদি রাজধানী রিয়াদ থেকেই জোট বাহিনীর কার্যক্রম পরিচালিত হবে।

জোটের সদস্য দেশগুলোর মধ্যে আরব, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলো রয়েছে। তবে ইরানকে এই জোটের অন্তর্ভুক্ত করা হয়নি। জোটে নেই আফগানিস্তান, ইরাক এবং সিরিয়াও।

ইসলামিক স্টেটের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি জোট রয়েছে। আমেরিকান নেতৃত্বাধীন জোটে ৬৫টি দেশ রয়েছে। যদিও খুব কম দেশই সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিয়েছে।

সৌদি আরব ও বাংলাদেশ ছাড়াও বাহরাইন, বেনিন, শাদ, কোমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, মিশর, গ্যাবন, গায়ানা, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, আরব আমিরাত ও ইয়েমেন থাকছে এই জোটে।

আপনার মন্তব্য

আলোচিত