সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৬ ২২:৪৯

দেশে ভোটার সংখ্যা ৯.৯৯ কোটি

হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সতের কোটি জনসংখ্যার বাংলাদেশে নতুনদের যোগ করে ও মৃতদের বাদ দিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৯ লাখ।

রোববার (৩১ জানুয়ারি) ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, এ বছর জানুয়ারিতে যোগ হওয়া প্রায় ৪৪ লাখ ৩৩ হাজার নতুন ভোটারকে নিয়ে দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৯ লাখ।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষের অনুপাত প্রায় সমান।

  • দেশের মোট ভোটার ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন।
  • এর মধ্যে পুরুষ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন (৫০.৩৭%)
  • নারী ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন (৪৯.৬৩)
  • হালনাগাদের আগে ভোটার ছিলেন ৯ কোটি ৬২ লাখ ১ হাজার ৪৯৭ জন।
  • ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন নতুন ভোটারের মধ্যে পুরুষ ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন, নারী ২১ লাখ ২৩২ জন।
  • ২০১৫ সালের হালনাগাদের সময় ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকার যাত্রা শুরু হয়। সে সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়। ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে শিগগিরই ডিজিটাল চিপ সম্বলিত ‘স্মার্টকার্ড’ দেওয়ার কথা রয়েছে।

গতবছর প্রথমবারের মতো দেশে ১৫ বছর থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা হয়। এতে ৬৭ লাখেরও বেশি নাগরিকের নিবন্ধিত হয়েছেন।

ইসি বলছে, আঠারোর কম বয়সী যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, ভোটারযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর জানুয়ারিতে তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে।

উল্লেখ্য, ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন নতুন ভোটারের মধ্যে পুরুষ ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন, নারী ২১ লাখ ২৩২ জন। ২০১৫ সালের হালনাগাদের সময় ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। হালনাগাদের আগে মোট ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৬২ লাখ ১ হাজার ৪৯৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত