সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:১৬

গাজীপুরে সোয়েটার কারখানায় ফের আগুন, আশপাশের কারখানায় ছুটি ঘোষণা

৫ দিনের মাথায় গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানা নামে একটি তৈরি পোশাক কারখানায় আবারও  ভয়াবহ আগুন লেগেছে। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ওই স্যুয়েটার কারখানার আট তলা ভবনে আগুন লাগে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতার ভিড়ে এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কারখানা এলাকায় পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি এই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন বড় কোন ক্ষয়ক্ষতি না হলে এবার বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত