নিউজ ডেস্ক

২৩ মার্চ, ২০১৬ ১৩:১০

তথ্যপ্রযুক্তিবিদ জোহাকে পাওয়া গেছে

সাত দিন ধরে নিখোঁজ তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে ' খুঁজে' পেয়ে বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 'সন্দেহজনক ঘোরাঘুরির' সময়  জোহাকে উদ্ধার করে পুলিশ।এরপর তাকে কলাবাগানের লেক সার্কাসের বাসায় পৌঁছে দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মিডিয়া বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়াও জোহাকে ফিরে পাওয়ার কথা নিশ্চিত করেছেন তার স্ত্রী ডাক্তার কামরুন নাহার। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'আমার স্বামীকে ফেরত পেয়েছি।আমার আর কিছুর দরকার নেই।'

এর আগে কামরুন নাহার জানিয়েছিলেন, গত ১৬ মার্চ রাত ১২টার দিকে তার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। অফিস থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠে কলাবাগানের লেক সার্কাসের ১৮/৩ নম্বর বাসার দিকে রওনা হন। পথেই কে বা কারা তাকে অন্য একটি গাড়িতে তুলে নেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তানভীর নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গণমাধ্যমে বিভিন্ন মতামত দেন। অবশ্য পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নেই। 

আপনার মন্তব্য

আলোচিত