সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৬ ১৬:৫৪

তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণসমাবেশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪টায় শাহবাগে গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

এর আগে, গত বুধবার, ২৩ মার্চ,  তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। বিক্ষোভ সমাবেশ থেকে শুক্রবারের গণসমাবেশের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, "আগামী ২৫ মার্চ তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু শাহবাগ বা ঢাকা-কুমিল্লায় নয়, আমি সারা দেশের সকল সামাজিক, সাংস্কৃতিক,ছাত্র, যুব, নারী,পেশাজীবী সংগঠনসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা রুখে দাঁড়ান, সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। যারা আপস করবে, ধামাচাপা দেয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ হবে।

আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে,  প্রয়োজনে সারা বাংলাদেশে অবরোধ করে হলেও এই খুন-ধর্ষণ বন্ধ করতে হবে। হত্যা-ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ  হয়ে প্রতিবাদ করতে হবে”।

আপনার মন্তব্য

আলোচিত