সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৬ ১৭:০৭

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, অবরোধ

চট্টগ্রাম নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যকার মারামারিতে এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রবর্ত্তক মোড়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তারা সড়কের পাশে থাকা দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ) দুপুর তিনটার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রবর্ত্তক মোড়ের চারপাশের সড়ক অবরোধ করে ফেলে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে দাঁড়িয়েছে। এসময় তারা সড়কে থাকা সিএনজিসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া লাঠিসোটা হাতে সড়কে পাশে থাকা বিভিন্ন দোকানগুলোতেও তারা ভাঙচুর চালাচ্ছে। ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রাস্তার চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ।  

এর আগে দুপুর দেড়টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএর ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়ার সময় কথা কাটাকাটির জের ধরে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।  এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন এমবিএ’র শিক্ষার্থী সোহেল আহমেদ। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই সংঘাতের পেছনে চট্টগ্রাম শহর আওয়ামীলীগের দুই গ্রুপের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানা গেছে। বর্তমান মেয়র আ.জ.ম নাসির ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরির বিরোধ কেন্দ্র করেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন  
 
মারামারিতে আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  তারা হলেন মো. ইমতিয়াজ ও রনি চন্দ্র শীল।

আপনার মন্তব্য

আলোচিত