সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০১৬ ০২:১৩

গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ আছে

জঙ্গি-সন্ত্রাস ও গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
তিনি বলেন, 'ষড়যন্ত্র, চক্রান্ত, মানুষ পোড়ানো, জঙ্গি-সন্ত্রাস ও গুপ্তহত্যার সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। তাদের অপকর্ম ও ষড়যন্ত্রের যোগসাজশকে আড়াল করতেই সরকারকে দোষারোপ করার চেষ্টা চলছে।'
 
শুক্রবার দুপুরে নগরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ জাসদের নেতারা উপস্থিত ছিলেন।
 
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের পুলিশ গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সমর্থ হয়েছে। আশা করছি, মিতু হত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত বের করতে পারবে। মিতু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে। আশা করছি, হত্যার রহস্য ও জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পারবে পুলিশ। এজন্য একটু ধৈর্য ধরতে হবে।'
 
তথ্যমন্ত্রী আরও বলেন, 'সরকারকে দোষারোপ করে লাভ নেই। মানুষ পোড়ানো ও জঙ্গি তৎপরতার সময় হাতেনাতে গ্রেফতার ৬০০ জনের মধ্যে ৯৯ শতাংশই বিএনপি-জামায়াত কর্মী। সুতরাং সাম্প্রতিক গুপ্তহত্যার সঙ্গেও তারা জড়িত।'
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি সাম্প্রদায়িক জোটের নেতৃত্ব দিচ্ছেন—উল্লেখ্য করে হাসানুল হক ইনু বলেন, 'ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উম্মাদ-পাগল হয়ে গেছেন। তিনি এজন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।'
 
তথ্যমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উন্নয়নের চাবি, খালেদা জিয়ার হাতে ষড়যন্ত্র আর রক্তের চাবি ও গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধারা, খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধীরা।'

আপনার মন্তব্য

আলোচিত