সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ১৭:৪৪

জঙ্গিবাদের মামলা দেখভালে গঠিত হয়েছে আলাদা সেল

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জেলা প্রশাসকরা জঙ্গিদের জামিন প্রতিরোধে কোনো সহযোগিতা চাইলে তা দেওয়া হবে। আইন মন্ত্রণালয় জঙ্গিবাদের মামলা দেখভালে আলাদা একটি সেল গঠন করেছে। জেলা প্রশাসকরা যদি মনে করেন যে এ ধরনের মামলা বিচারের জন্য প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না তাহলে তখনই সেলকে জানাতে পারবে।

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে শুক্রবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সম্মেলনকক্ষ থেকে বের হয়ে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অ্যাটর্নি সার্ভিস বা কেরিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের আছে। তবে একবারে এই সার্ভিস করা যাবে না। অন্তত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিন্তাভাবনা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত