সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৬ ১৮:২২

জাহাজ বিল্ডিংয়ের মালিকের ছেলেসহ ৪ জন কারাগারে

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন শুনানি শেষে এ আদেশ দেন।

রোববার আসামিদের ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বজলার রহমান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ৪ জন হলেন- মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন এবং জাকির হোসেন।

গত ২৮ জুলাই বজলার রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। ওই দিনই বিল্ডিং মালিকের ছেলেসহ চারজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত