অনলাইন ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১১

আইসিটি আইনে সাংবাদিক গ্রেপ্তার

শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিকশিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে আইসিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে।  

রমনা থানায় দায়ের করা একটি মামলায় সিদ্দিকুর রহমানকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ‘ডিবির সাইবার ক্রাইম ইউনিট সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি আইনে একটি মামলা রয়েছে।’

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের সাবেক ডিজি ফাহিমা খাতুন।

মামলার অভিযোগ বলা হয়, ‘ফাহিমা খাতুন মাউমশি'তে থাকাকালীন সময় বিভিন্ন রকম মানহানিকর খবর প্রকাশ করেছিল দৈনিক শিক্ষা ডট কম।’

উল্লেখ্য, ফাহিমা খাতুন বর্তমান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বোন এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য  র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত