সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৭ ২১:২৮

রঙ বদলে আসছে ৫ টাকার নতুন নোট

রঙ বদলে নতুনভাবে বাজারে আসছে পাঁচ টাকা মূল্যমানের নোট। আগামী বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে।

সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।

অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটটি হালকা বেগুনী রঙে মুদ্রণ করা হয়েছে। নোটের সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পিছনের অংশে ডানদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। নোটটির আকার, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত থাকা নোটের অনুরূপ।

প্রসঙ্গত, ২০১৫ সালের নভেম্বরে ৫ টাকাকে সরকারি মুদ্রা ঘোষণা করা হয়। আগে নোটের উপরে লেখা থাকতো বাংলাদেশ ব্যাংক। এখন নতুন মুদ্রায় লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এতে গভর্নরের পরিবর্তে স্বাক্ষর থাকবে অর্থসচিবের।

আপনার মন্তব্য

আলোচিত