সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৭ ১৬:১৪

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল ত্রিপুরা

বাংলাদেশের সীমান্তের ওপারের ভারতের ত্রিপুরায় মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন এলাকা।

মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।   

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

ভূমিকম্পের প্রচন্ড ঝাঁকুনিতে দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চল ছাড়াও মধ‌্য ও উত্তরের অধিকাংশ জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।  

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ত্রিপুরায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত