নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০১৭ ০১:৩৯

গতবছরের ৩ জানুয়ারিও ভূমিকম্পে কেঁপেছিলো দেশ

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। মৌলভীবাজার সীমান্তের ঠিক ওপারে ভারতের ত্রিপুরায় এই ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় দেশের মধ্যে সিলেট বিভাগেই সবচেয়ে বেশি অনুভূত হয় এ ভূমিকম্প। ক্ষয়ক্ষতিও হয় এ বিভাগে সবচেয়ে বেশি।

আশ্চর্যজনকভাবে ঠিক একবছর আগে, ২০১৬ সালের ৩ জানুয়ারিও ভূমিকম্পে কেঁপে ওঠেছিলো দেশ। রিখটার স্কেলে সে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে।

গতবছরের ৩ জানুয়ারী ভূমিকম্প হয়েছিলো ভোরের দিকে। আর এবার অনুভূত হয় বিকেল ৩ টার দিকে। যাতে জগন্নাথপুর ও ছাতকের দুজনের প্রাণহানিও ঘটে। আর কমলগঞ্চে মাটি ফেটে বেরিয়ে পরে বালি ও পানি।

আপনার মন্তব্য

আলোচিত