নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০১৭ ১৬:১৩

কমার্স ব্যাংক থেকে সরকারি শেয়ার প্রত্যাহার করা হতে পারে : অর্থমন্ত্রী

কমার্স ব্যাংক থেকে সরকারি শেয়ার প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত বাসভবনে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের সাথে আলাপকালে একথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, কমার্স ব্যাংকে বড় অংকের সরকারি শেয়ার আছে। সেটা রাখা উচিত কিনা, সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

তবে এটা তাঁর নিজস্ব ভাবনা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তবেই তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, অনেকগুলো সরকারি ব্যাংক রয়েছে। কাজেই কমার্স ব্যাংকে এত বড় অংকের শেয়ার রাখার প্রয়োজন নেই।

সিলেট সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রকল্পগুলো হচ্ছে- সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দিপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনের নির্মিত ৪টি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১ এর ভবন, লাক্কাতুড়া হাইস্কুল, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। এরপর দুপুরে নগরীর মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের মায়ের নামে স্থাপিত ‘সৈয়দা শাহারবানু চৌধুরী ভবন' এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত